Narashingho Gatha (Chanting) – নরসিংহ গাথা

Narashingho Gatha (Chanting) – নরসিংহ গাথা
★ নরসিংহ গাথা ★
নরসিংহ গাথা পালি ও বাংলা
১) চক্ক-বরঙ্কিত-রত্ত-সুপাদো
লক্খণ-মণ্ডিত-আযতপণ্হি।
চামর-ছত্ত-বিভূসিত-পাদো-শরীরো
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ যাঁর রক্তবর্ণ চরণ চক্র দ্বারা অলঙ্কৃত, যাঁর দীর্ঘ জঙ্গা শুভ লক্ষণ সম্পন্ন, যাঁর চরণ শঙ্খ ও ছত্র দ্বারা অঙ্কিত হয়ে সুশোভিত হয়েছে, যিনি হলেন নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
২) সক্য-কুমার-বরো সুখুমালো
লক্খণ চিত্তিক-পুণ্ণ-সরীরো।
লোকহিতায গতো নরবীরো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ, এ যে কুমার, তিনি হলেন শ্রেষ্ঠ শাক্য সুকুমার। এযে সুন্দর চিহ্ন দ্বারা যুক্ত, সুন্দর শরীর দ্বারা সম্পন্ন, যিনি লোক হিতের জন্য গৃহত্যাগ করেছেন এবং যিনি হলেন নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৩) পুণ্ণ-সসঙ্ক-নিভো মুখবণ্ণো,
দেব-নরান পিযো নরনাগো।
মত্ত গজিন্দ-বিলাসিত-গামী,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ যাঁর মুখমণ্ডল পূর্ণ চন্দ্র সম প্রকাশিত, যিনি নরের মধ্যে গজতুল্য, যিনি দেবতা এবং নরের মধ্যে প্রিয়, যিনি প্রফুল্লিত গজরাজের মত চলছেন এবং এযে যিনি নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৪) খত্তিয-সম্ভব-অগ্গকুলীনো,
দেব-মনুস্স-নমস্সিত-পাদো।
সীল-সমাধি-পতিট্ঠিত-চিত্তো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ এ যে যিনি অগ্র ক্ষত্রিয় কুলে জন্ম গ্রহণ করেছেন, যাঁর চরণদ্বয় দেব-মনুষ্য সকলেই বন্দনা করে, যাঁর চিত্ত শীল-সমাধিতে সুপ্রতিষ্ঠিত; এযে যিনি হলেন নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৫) আযত-যুত্ত-সুসণ্ঠিত-নাসো,
গোপমুখো অভিনীল সুনেত্তো,
ইন্দধনু-অভিনীল-ভমুকো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ, যাঁর নাক হল চওড়া এবং সুডৌল, বাছুরের মত যাঁর সুনীল পলক, যাঁর চক্ষুদ্বয় সুনীল বর্ণ, যাঁর ভ্রূ যুগল ইন্দ্র-ধনুষের মত এবং যিনি নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৬) বট্ট-সুবট্ট-সুসণ্ঠিত-গীবো,
সীহহনু মিগরাজ সরীরো।
কঞ্চন-সুচ্ছবি- উত্তম বণ্ণো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ, যাঁর ঘার বা গ্রীবা হল গোলাকৃতি ও সুগঠিত, যাঁর পৃষ্টদেশ মৃগরাজের মত সমান, যাঁর বর্ণ হল সুবর্ণবর্ণের মত আকর্ষক এবং যিনি নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৭)সিনিদ্ধ-সুগম্ভীর-মঞ্জু-সুঘোসো,
হিঙ্গুলবদ্ধ-সুরত্ত-সুজিব্হো।
বীসতি বীসতি সেত সুদন্তো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ যাঁর বাণী স্নিগ্ধ, গম্ভীর, সুন্দর; যাঁর জিহ্বা সিন্দুরের মত রক্তবর্ণ, যাঁর মুখে বিশটি বিশটি দন্তের দু’টি সারি রয়েছে এবং এযে যিনি নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৮) অঞ্জন-বণ্ণ-সুনীল-সুকেসো,
কঞ্চন-পট্ট-বিসুদ্ধো-নলাটো,
ঔসধি-পণ্ডর-সুদ্ধ-সুবণ্ণো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ, যাঁর কেশরাজি সুরমার মত সুনীল বর্ণ, যাঁর ললাট হল কাঞ্চনের ন্যায় দীপ্তিমান্, যাঁর ভ্রূ-যুগলের মাঝখানের লোম ঔষধি তারার ন্যায় শুভ্রবর্ণ এবং যিনি হলেন নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
৯) গচ্ছন্তি নীলপথে বিয চন্দো,
তারগণা-পরিবেঠিত-রুপো।
সাবক-মজ্ঝগতো সমণিন্দো,
এসহি তুয্হ পিতা নরসিহো।’
অর্থাৎ, যিনি আকাশে তারা ঘেরা চন্দ্রের তুল্য অগ্রসর হচ্ছেন, যিনি শ্রমণদের মধ্যে শ্রেষ্ঠ ভিক্ষুদের দ্বারা উচ্চতায় তারা ঘেরা চন্দ্রের মত বেষ্টিত রয়েছেন, যিনি হলেন নরের মধ্যে সিংহ, তিনিই হলেন তোমার পিতা।’
Courtesy By: Ven. Sumanapal Bhikkhu
                       Thanks to Dr. Sumanapal Bhikkhu, Kolkata, West Bengal for the contents.

About The Author

Tridib

An Education and Religious Book Publisher based in Delhi (India) associated with prominent Buddhist organisations and temple associations, including Mahabodhi Mahavihara Temple, Bodh Gaya (Bihar) India. Created this website "baruasamaj.com" in the year 2010-11 with a view to bring the members of Barua community to a common platform, and to make available all relevant information about the community.

Leave a reply

Your email address will not be published.

Follow Us

Recent Videos

Loading...